ট্রাম্পের স্মৃতিচারণ
মোদি বলেছিলেন, 'স্যার আপনার সঙ্গে দেখা করতে পারি'?
ভারতের ওপর ৫০ শতাংশ শুল্কারোপ করায় খুশি নন দেশটির প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাপাচি হেলিকপ্টার ক্রয়ের সময়কার স্মৃতিচারণও করেন মার্কিন প্রেসিডেন্ট।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ওয়াশিংটনে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান দলের সদস্যদের সঙ্গে এক সভা করেন ট্রাম্প। সভায় তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করে বলেন, 'নরেদ্র মোদি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এবং বলেন, স্যার আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি? এবং আমি বলেছিলাম হ্যাঁ'।
এসময় ট্রাম্প ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের সুসম্পর্কের কথাও তুলে ধরেন। তিনি বলেন, 'মোদি চমৎকার একজন মানুষ এবং তার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। যদিও বর্তমানে তিনি আমার ওপর খুশি নন, কারণ আপনারা সবাই জানেন যে এখন তাদের অনেক উচ্চহারে শুল্ক দিতে হচ্ছে।'
'তাছাড়া এতদিন ভারত ও রাশিয়ার মধ্যে ব্যাপক আকারে তেল বাণিজ্য চলছিল। আমি আপত্তি জানানোর পর তাদের রাশিয়া থেকে তেল কেনা অনেক কমিয়ে দিয়েছে ভারত।'
এক সময় যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের জন্য নির্ধারিত শুল্ক ছিল ১৫ শতাংশ। গত এপ্রিলে এই শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ করেন ট্রাম্প। তার চার মাস পর আগস্ট মাসে তা আরও ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করেন।