নারী চিকিৎসকের হিজাব টেনে খুলে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী
সম্প্রতি এক নারী চিকিৎসকের হিজাব টেনে খুলে বিতর্কের মুখে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) একটি অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। হিজাব পরিহিত ওই নারী চিকিৎসক তার সরকারি নিয়োগপত্র নিতে এসেছিলেন।
তখন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তার হিজাব টেনে নামিয়ে ফেলেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর শুরু হয় সমালোচনা। এরই অংশ হিসেবে নীতীশ কুমারকে নিশানা করছে বিরোধী রাজনৈতিক দলগুলো।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকেও দেখা গেছে। নীতীশ কুমারের পেছনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে থামানোর চেষ্টা করছিলেন তিনি।
পাশাপাশি, মুখ্যমন্ত্রীর মুখ্যসচিব দীপক কুমার এবং বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডেকেও হাসতে দেখা গিয়েছে একই ভিডিওতে। যাতে বিতর্ক আরও জোরালো হয়েছে।