ভেনেজুয়েলায় মার্কিন হামলা
প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে তুলে কোথায় নিলেন ট্রাম্প?
কয়েক মাসের উত্তেজনা, অবশেষে গভীর রাতে হামলা। মার্কিন হামলায় আক্রান্ত ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্টকেও তুলে নিয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাহিনী। ছাড় দেয়নি তার স্ত্রীকেও।
কিন্তু কোথায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী? সেই প্রশ্নই এখন সবার কাছে গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সবশেষ তথ্য অনুযায়ী, মাদুরো ও তার স্ত্রী কোথায় আছে সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। বিবিসি বলছে, এ ব্যাপারে তারা কিছুই জানতে পারেনি। এমনকি এ হামলায় কতজন আহত বা নিহত হয়েছে- সেটিও তারা জানতে পারেনি।
তবে, কারা মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়েছে- সে ব্যাপারে তথ্য দিচ্ছে বিবিসি। সিবিএস (CBS) নিউজের বরাতে বিবিসি জানায়, মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়েছে।
হামলার আগে থেকেই ট্রাম্প অভিযোগ করে আসছিলেন মাদুরো একটি মাদক পাচার সংগঠনের সঙ্গে যুক্ত। যদিও মাদুরো ট্রাম্পের অভিযোগ অস্বীকার করে আসছেন।
কিন্তু এরপরও ট্রাম্প থামেননি। ক্যারিবীয় অঞ্চলে নৌকা ও জাহাজে একের পর এক হামলা চালিয়েছেন। গত বছরের সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় অঞ্চলে ৩০টিরও বেশি সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই সব হামলায় ১০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এ সব হামলাই ছিল ট্রাম্পের সরাসরি নির্দেশে। এমনটাই জানিয়েছে পেন্টাগন।
এই উত্তেজনার মধ্যেই ট্রাম্প হামলা চালালেন ভেনেজুয়েলায়। তবে,মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মারকো রুবিওর বরাতে রিপাবলিকান সিনেটর মাইক লি জানিয়েছেন- ভেনেজুয়েলায় যে হামলা হয়েছে, এর বেশি আর কোনো হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের।