নৌকায় ইয়েমেন থেকে সোমালিল্যান্ডে পালালেন এসটিসি নেতা
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি নেতা আইদারুস আল-জুবাইদি রিয়াদে নির্ধারিত শান্তি আলোচনায় অংশ না নিয়ে পালিয়ে গেছেন।
জোটের দাবি, তিনি বুধবার গভীর রাতে ইয়েমেনের এডেন থেকে নৌকায় করে সোমালিল্যান্ডের বেরবেরা বন্দরে পৌঁছান। পরে সেখান থেকে মোগাদিশু হয়ে বিমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি যান।
আল-জাজিরা সূত্রে জানা গেছে, সৌদি নেতৃত্বাধীন জোট বলছে, পুরো পালানোর ঘটনা গোপনে ও রাতের আঁধারে সংঘটিত হয়।
এ ঘটনায় এখনো সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার টানাপোড়েন আরও বাড়াতে পারে।