ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল ওডেসায় আক্রমণ বাড়িয়েছে রাশিয়া
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া। এতে বিস্তীর্ণ এলাকাজুড়ে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং অঞ্চলের সামুদ্রিক অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়েছে।
ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা বলেন, ‘মস্কো ওডেসা অঞ্চলে পদ্ধতিগত হামলা চালাচ্ছে।’ গত সপ্তাহে তিনি সতর্ক করে বলেন, ‘যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু সম্ভবত ওডেসার দিকে সরে এসেছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ধারাবাহিক এই হামলাগুলোর উদ্দেশ্য হলো ইউক্রেনকে সামুদ্রিক লজিস্টিক সুবিধা থেকে বঞ্চিত করা।
এর আগে ডিসেম্বরের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দেন, কৃষ্ণসাগরে রাশিয়ার তথাকথিত “শ্যাডো ফ্লিট”-এর ট্যাংকারে ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে ইউক্রেনের সমুদ্রপথে প্রবেশাধিকার বিচ্ছিন্ন করা হবে।
‘শ্যাডো ফ্লিট’ বলতে ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া যে শত শত ট্যাংকার ব্যবহার করছে, সেগুলোকেই বোঝানো হয়।
সোমবার সন্ধ্যায় ওডেসার বন্দর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে একটি বেসামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান আঞ্চলিক গভর্নর।
রোববার রাতে চালানো হামলায় প্রায় ১ লাখ ২০ হাজার মানুষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সঙ্গে একটি বড় বন্দরে অগ্নিকাণ্ড ঘটে, যাতে আটা ও ভোজ্যতেলের ডজন ডজন কনটেইনার পুড়ে যায়।