Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

৬.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো মেক্সিকো, নিহত ২ (ভিডিও)

দক্ষিণ ও মধ্য মেক্সিকোতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প | ছবি: সংগৃহীত
দক্ষিণ ও মধ্য মেক্সিকোতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ২ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর জনপ্রিয় পর্যটন শহর আকাপুলকোর কাছে।

রাজ্যের গভর্নর এভলিন সালগাদো জানিয়েছেন, গুয়েরেরোতে ৫০ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ১২ জন আহত হয়েছেন।

ব্রুগাদা জানিয়েছেন, শুক্রবারের ভূমিকম্পের পরে আফটারশক এখনো অনুভূত হচ্ছে।

উল্লেখ্য, মেক্সিকো বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে একটি। ২০১৭ সালে ৭.১ মাত্রার একটি ভূমিকম্পে মেক্সিকো সিটিতে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং অনেক ভবন ধসে পড়ে।

সম্পর্কিত খবর :