Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

বাংলাদেশে দীপু দাসকে হত্যার প্রতিবাদে হাওড়া ব্রিজ অবরোধের চেষ্টা বিজেপির!

ছবি: সংগৃহীত

বাংলাদেশে দীপু দাসকে হত্যার প্রতিবাদে বুধবারও উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতা। বিজেপির পূর্বঘোষিত ‘হাওড়া ব্রিজ অবরোধ’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। রিজে ওঠার আগেই বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বাক‌বিতণ্ডায় জড়ান বিক্ষোভকারীরা। এক পর্যায়ে রাস্তার উপর বসে পড়েন তারা। পরে পুলিশের ব্যারিকেড টপকে মিছিল এগোনোর চেষ্টা করলে রণক্ষেত্রে পরিনত হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এতে হাওড়া ব্রিজ এবং তার আশপাশে যানজটের সৃষ্টি হয়।

আনন্দবাজার সূত্রে খবর, সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদ শুরু হয় পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিভিন্ন প্রান্তে। মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ, এভিবিপি, হিন্দু জাগরণ মঞ্চ-সহ সঙ্ঘ পরিবারের একাধিক সংগঠনের ডাকে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের বাইরে বিক্ষোভ করা হয়।

বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের উপদূতাবাসে স্মারকলিপি দেবে তারা। সেখানে পুলিশ বিক্ষোভকারীদের আটকাতেই রণক্ষেত্রে রূপ নেয়। প্রথমে ওই অভিযানে বিজেপি না-থাকলেও পরিস্থিতি জটিল হওয়ার পর ঘটনাস্থলে যান বিজেপি নেতৃত্ব। পরে হাওড়া ব্রিজ অবরোধের কথা বলে বিজেপি।

কর্মসূচি হিসেবে বুধবার সকালে বিজেপির নেতাকর্মীরা হাওড়া ব্রিজের দিকে মিছিল নিয়ে আসে। তবে ব্রিজে ওঠার আগেই তাদের আটকে দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে সেই আশঙ্কায় পুলিশ ওই এলাকা আগে থেকেই ঘিরে রেখেছিল।

দীপু দাসের হত্যার প্রতিবাদ ভবিষ্যতে আরও তীব্র হবে বলে জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘উপদূতাবাসে আমাদের ঢুকতে দিয়ে যদি কথা বলে, তা হলে ভালো। যদি কথা না বলে, তা হলে বাইরের রাস্তা আমাদের। আমরা যা করার করব। এখানে সুস্থ ভাবে কাজ করতে দেব না।’


সম্পর্কিত খবর :