দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ করছেন কয়েকশ হিন্দু ধর্মাবলম্বী। গত সপ্তাহে ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় এ বিক্ষোভের ডাক দেয় ‘বিশ্ব হিন্দু পরিষদ’ ও ‘বজরং দল’।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের সময় তারা ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানের ভেতরে ঢোকার চেষ্টা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রতিবাদকারীরা অন্তত দুটি ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগিয়ে গেছে। তবে এলাকায় তিন স্তরের ব্যারিকেড স্থাপন করা হয়েছে এবং পুলিশ ও প্যারামিলিটারি সদস্যরা টহল দিচ্ছেন।
এদিকে, ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপুকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় গ্রেফতার হওয়া ১২ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ৫ দিন করে রিমান্ড প্রার্থনা করেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ৮ নম্বর আমলি আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এই রিমান্ড আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন- আশিকুর রহমান (২৫) কাইয়ুম (২৫), লিমন সরকার (১৯), তারেক হোসেন (১৯), মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মিরাজ হোসেন আকন (৪৬), আজমল হাসান সগীর (২৬), শাহিন মিয়া (১৯) ও নাজমুল (২১)।