শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান
তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় তাইতুংয়ে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১১.৯ কিলোমিটার।
বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
দ্বীপের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দ্বীপটি দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। তাই তাইওয়ানের দক্ষিণাঞ্চল বেশ ভূমিকম্পপ্রবণ।
এদিকে, তাইওয়ানের পাশাপাশি চীন, ফিলিপাইন এবং জাপানেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
উল্লেখ্য, দেশটিতে ২০১৬ সালে এক ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হন। আর ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান ২ হাজারের বেশি মানুষ।