সংঘর্ষে উত্তাল আলেপ্পো
নিরাপত্তা জোরদারে কারফিউ জারি করেছে সিরিয়া কর্তৃপক্ষ
সিরিয়ার আলেপ্পো শহরের একাধিক এলাকায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। সেখানে সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)–এর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে আলেপ্পো অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কারফিউ বহাল থাকবে। কারফিউ কার্যকর হয়েছে আশরাফিয়াহ, শেখ মাকসুদ, বানি জেইদ, আল-সিরিয়ান, আল-হুল্লোক ও আল-মিদান এলাকায়।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা-কে দেওয়া এক বিবৃতিতে নিরাপত্তা কমান্ড জানায়, এই ব্যবস্থা বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। শৃঙ্খলা বজায় রাখা এবং জীবন ও সম্পত্তিকে ঝুঁকির মুখে ফেলতে পারে-এমন যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবেই কারফিউ জারি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, কারফিউ কার্যকর থাকা অবস্থায় ঘোষিত এলাকাগুলোতে সব ধরনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে-কোনো ব্যতিক্রম ছাড়াই।
চলতি সপ্তাহের শুরুতে সিরীয় সেনাবাহিনী ও কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস-এর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে আশরাফিয়েহ ও শেখ মাকসুদ এলাকা থেকে এক লক্ষের বেশি বেসামরিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন আলেপ্পোর গণমাধ্যম বিভাগের পরিচালক। তিনি এ তথ্য জানান আল জাজিরাকে।
এদিকে, বৃহস্পতিবার স্নাইপারের গুলির মুখে আশরাফিয়েহ এলাকা থেকে পরিবার নিয়ে পালানো ৪৩ বছর বয়সী রানা ইসা ফরাসি বার্তা সংস্থার কাছে বলেন, ‘অনেকেই এলাকা ছাড়তে চান, কিন্তু গুলিবিদ্ধ হওয়ার ভয়ে বের হতে সাহস পাচ্ছেন না।’