Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

রাশিয়া-চীনকে ঠেকাতে গ্রিনল্যান্ড ‘নিজেদের দখলে’ চান ট্রাম্প

গ্রিনল্যান্ড ‘নিজেদের দখলে’ চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ও চীনের হাত থেকে বাঁচাতে যুক্তরাষ্ট্রের গ্রীনল্যান্ডের ‌‌‘মালিকানা’ নেওয়া প্রয়োজন।

স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি সহজ পথে বা কঠিন পথে যেভাবেই হোক করা হবে।

হোয়াইট হাউস জানিয়েছে, ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রীনল্যান্ড কেনার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রশাসন বিবেচনা করছে। পাশাপাশি প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও এটিকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করা হবে।

তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড-উভয়ই স্পষ্টভাবে জানিয়েছে, এই ভূখণ্ড বিক্রির জন্য নয়। ডেনমার্কের পক্ষ থেকে আরও বলা হয়েছে, গ্রিনল্যান্ডে সামরিক পদক্ষেপ নিলে তা ট্রান্স-আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটো-এর সমাপ্তি ডেকে আনতে পারে।

এক যৌথ বিবৃতিতে গ্রিনল্যান্ড-এর সব রাজনৈতিক দলের নেতারা (বিরোধী দলগুলোর প্রতিনিধিসহ) যুক্তরাষ্ট্রের আচরণের তীব্র সমালোচনা করেছেন। তারা বলেছেন, আমাদের দেশের প্রতি যুক্তরাষ্ট্রের অবজ্ঞা এখনই বন্ধ হওয়া উচিত।

বিবৃতিতে নেতারা আরও বলেন, আমরা আমেরিকান হতে চাই না, ডেনিশও হতে চাই না-আমরা গ্রিনল্যান্ডের মানুষ হিসেবেই থাকতে চাই। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবে গ্রিনল্যান্ডের জনগণই।

সম্পর্কিত খবর :