Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

পাকিস্তানে সহিংসতা মামলা

ইউটিউবার-সাংবাদিকসহ ৭ জনকে কঠোর শাস্তি

২০২৩ সালে হওয়া সহিংস বিক্ষোভ | ছবি: সংগৃহীত
পাকিস্তানের একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর ২০২৩ সালে হওয়া সহিংস বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে কয়েকজন সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানী ইসলামাবাদে সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক তাহির আব্বাস সিপ্রা এই রায় ঘোষণা করেন। অভিযুক্তরা আদালতে উপস্থিত না থাকায় মামলাগুলোর বিচার অনুপস্থিতিতেই সম্পন্ন করা হয়। আল জাজিরা সূত্রে এ খবর পাওয়া গেছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- সাবেক সেনা কর্মকর্তা থেকে ইউটিউবার হওয়া আদিল রাজা ও সৈয়দ আকবর হুসাইন, সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান, সাবির শাকির ও শাহীন সেহবাই, মন্তব্যকারক হায়দার রাজা মেহদি এবং বিশ্লেষক মুঈদ পিরজাদা।

আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত কেউই বর্তমানে পাকিস্তানে নেই। গ্রেপ্তার এড়াতে তারা সাম্প্রতিক বছরগুলোতে দেশ ছেড়ে বিদেশে বসবাস করছেন।

২০২৩ সালের মে মাসে ইমরান খানের একটি দুর্নীতি মামলায় স্বল্প সময়ের জন্য গ্রেপ্তারের পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সে সময় তার সমর্থকেরা সামরিক স্থাপনা ও সরকারি সম্পত্তিতে হামলা চালায়। ওই ঘটনার পর এসব মামলা দায়ের করা হয়।

এর পর থেকে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী খানের দল এবং ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে। সন্ত্রাসবিরোধী আইন ও সামরিক বিচার ব্যবস্থার আওতায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা ও সহিংসতায় উসকানির অভিযোগে শত শত মানুষকে অভিযুক্ত করা হয়েছে।

সম্পর্কিত খবর :