ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের’ জন্য নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার জ্বালানি তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের’ জন্য নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতাদের সিদ্ধান্তে নির্দেশনা দেবে যুক্তরাষ্ট্র।
বুধবার (৭ জানুয়ারি) মার্কিন জ্বালানিবিষয়ক মন্ত্রী ক্রিস রাইট এ ঘোষণা দেন। ওয়াশিংটন থেকে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মায়ামিতে যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস আয়োজিত এক জ্বালানি সম্মেলনে ক্রিস রাইট এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘ভেনেজুয়েলার তেল উৎপাদন থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে বিক্রি পর্যন্ত প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সরাসরি ভূমিকা রাখবে। প্রথমে মজুত থাকা তেল এবং পরে দেশটির উৎপাদিত সব তেল অনির্দিষ্টকালের জন্য আমরাই বিশ্ববাজারে বিক্রি করব।’
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা ৩ কোটি থেকে ৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে পাঠাবে, যা দেশটির দৈনিক উৎপাদনের প্রায় এক থেকে দুই মাসের সমপরিমাণ।
তিনি আরও বলেন, ওই তেল বিক্রির মুনাফা তিনি নিজেই নিয়ন্ত্রণ করবেন।