Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

হাদি হত্যার তদন্ত ও সহিংসতায় জড়িতদের বিচার চায় অ্যামনেস্টি

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একইসঙ্গে গণমাধ্যম ও ছায়ানটে হামলার নিন্দাও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২০ ডিসেম্বর) এক এক্স পোস্টে লন্ডনভিত্তিক এ মানবাধিকার সংস্থার দক্ষিণ এশিয়া অফিস বলেছে, অন্তর্বর্তী সরকারকে হাদি হত্যা, বিভিন্ন স্থাপনায় হামলা ও ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যাসহ মব সহিসংতাকারীদের অবশ্যই দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

এদিকে, হাদি হত্যার ঘটনায় স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শনিবার (২০ ডিসেম্বর) মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বিষয়টি জানান।

তিনি বলেন, ‘এ হত্যার ঘটনায় নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বানের পাশাপাশি ফেব্রুয়ারির নির্বাচনের আগে শান্তি ও সংযম বজায় রাখারও আহ্বান জানিয়েছেন গুতেরেস।’


সম্পর্কিত খবর :