এবার নাগরিকদের ইরান ছাড়তে বললো ভারত
নিজ নাগরিদকের ইরান দ্রুত ইরান ছাড়ার নির্দেশনা দিয়েছে ভারত সরকার। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার জেরে এই নির্দেশনা জানিয়েছে তেহরানের ভারতীয় দূতাবাস।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস জানায়, 'পরিবর্তনশীল' পরিস্থিতির জন্যই সব ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার জন্য বলা হলো। এছাড়া নাগরিকদের চলাচলের ক্ষেত্রে উচ্চ সতর্কতা অবম্বনের নির্দেশনা দেয়া হয়েছে। তাছাড়া যেসব জায়গায় বিক্ষোভ আন্দোলন চলছে, সেওব স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।
সম্প্রতি ইরানে সরকার বিরোধী বিক্ষোভের জেরে শুরু হয় সহিংসতা। এতে নিহত হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। এছাড়া আন্দোলনকারীদের ফাঁসি দেয়ারও হুঁশিয়ারি দিয়েছে খামেনি প্রশাসন।
গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের ইরান ছাড়তে বলেছে।
ইরানে যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালাতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এমন আশঙ্কার মধ্যে কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি থেকে নিজেদের কিছু সেনাকে সরে যেতে বলেছে দেশটি।
বুধবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তিন কূটনীতিক বার্তাসংস্থাটিকে বলেছেন, বুধবার সন্ধ্যার মধ্যেই তাদের সরে যেতে বলা হয়েছে।