Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

তুরস্কের কাছে বিমান বিধ্বস্ত, লিবিয়ার সেনাপ্রধান নিহত

ছবি: সংগৃহীত

তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফেরার পথে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের সেনাবাহিনী প্রধান মোহাম্মদ আলি আল হাদাদ। বিমানটিতে আরোহী হিসেবে আরও চার শীর্ষ সামরিক কর্মকর্তা ছিলেন। তাদের সবার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

আঙ্কারার স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে সেখানকার এয়ারপোর্ট থেকে ত্রিপলির উদ্দেশ্যে যাত্রা করেন তারা। কিন্তু এর ৪২ মিনিটের মাথায় বিমানটির রেডিও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

হাদাদের মৃত্যুকে জাতির জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লিবিয়া সরকার।

তুরস্কের কর্মকর্তারা আল জাজিরাকে জানান, প্রাথমিক তদন্তে নাশকতার সম্ভাবনা নাকচ করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটির দিকেই ইঙ্গিত পাওয়া গেছে।

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা ফেসবুকে এক বিবৃতিতে আল-হাদ্দাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আল-হাদ্দাদ ও তার প্রতিনিধি দল দেশে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘এই মহান ট্র্যাজেডি জাতি, সামরিক প্রতিষ্ঠান এবং পুরো জনগণের জন্য এক বিরাট ক্ষতি। আমরা এমন মানুষদের হারিয়েছি, যারা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দেশ সেবা করেছেন এবং শৃঙ্খলা, দায়িত্ববোধ ও জাতীয় অঙ্গীকারের উদাহরণ ছিলেন।’

সম্পর্কিত খবর :