গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৭
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার উপকূলে অভিবাসনপ্রবণ একটি সমুদ্রপথে নৌকাডুবির ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল জাজিরা।
গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে দেশটির নর্থ ব্যাংক অঞ্চলের একটি গ্রামের কাছাকাছি এলাকায় ২০০ জনের বেশি যাত্রী বহনকারী নৌকাটি উল্টে যায়।
কর্তৃপক্ষের তথ্যমতে, এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অন্তত ৯৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে অনেকেই গুরুতর আহত অবস্থায় রয়েছেন।
দুর্ঘটনার খবর পাওয়ার পর মধ্যরাতে গাম্বিয়ান নৌবাহিনী তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। এ অভিযানে একাধিক নৌযান অংশ নেয় এবং একটি মাছধরা নৌকাও উদ্ধারকাজে সহায়তা করে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, দুর্ঘটনাকবলিত নৌকাটি পরে একটি বালুচরে আটকে থাকা অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় নিহতদের মধ্যে কয়েকজন গাম্বিয়ার নাগরিক নন বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তবে তাদের প্রকৃত পরিচয় যাচাইয়ের কাজ এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।