মস্কোতে ফের গাড়ি বিস্ফোরণ, পুলিশসহ নিহত ৩
রাশিয়ার মস্কোতে গাড়ি বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশসহ ৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রাত দেড়টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাশিয়ার তদন্ত কমিটির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শহরের ইয়েলেৎস্কায়া স্ট্রিটে একটি পুলিশের গাড়ির কাছে একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান দুই ট্রাফিক পুলিশ কর্মকর্তা। ওই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার জন্য যখন তারা কাছে যান, তখনই একটি বিস্ফোরণ হয়।
দুই পুলিশ কর্মকর্তা তাদের আঘাতের কারণে মারা যান এবং কাছাকাছি দাঁড়িয়ে থাকা আরও একজন ব্যক্তি মারা যান।
তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেট্রেনকো টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছেন , “মস্কোতে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের জীবনের উপর হামলার চেষ্টার বিষয়ে একটি ফৌজদারি মামলা তদন্ত করা হচ্ছে।“
রাশিয়ান গণমাধ্যম জানিয়েছে, নিহত পুলিশ কর্মকর্তারা হলেন-ইলিয়া ক্লিমানভ (২৪ )এবং ম্যাক্সিম গরবুনভ (২৫)।নিহত অপরজনের নাম জানা যায়নি ।
ঘটনাস্থলের কাছাকাছি থাকেন আলেকজান্ডার নামের এক বাসিন্দা। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘আমি একটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই। কয়েকদিন আগেও (২২ ডিসেম্বর) সেখানে একই রকম আরেকটি বিস্ফোরণ এর শব্দ হয়েছিল ।’’
জানা যায়, গত ২২ ডিসেম্বর মস্কোতেই এক গাড়ি বোমা হামলায় একজন রাশিয়ান জেনারেল নিহত হন। তার নাম ল্যাফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ। তিনি যেখানে নিহত হয়েছিলেন তার কাছেই এই বিস্ফোরণ ঘটে।
রাশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা সোমবারের বিস্ফোরণের পেছনে ইউক্রেনকে সন্দেহ করছে। তবে ইউক্রেন ফ্যানিল সারভারভের মৃত্যুর সঙ্গে জড়িত কি-না তা বলেনি।
দুটি বিস্ফোরণের মধ্যে কোনো যোগসূত্র আছে কি-না তাও জানা যায়নি।