Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ইরানে বিক্ষোভের মধ্যেই ইন্টারনেট বন্ধ

ছবি : সংগৃহীত

চলমান অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ইরানে শুরু হওয়া বিক্ষোভ চলাকালীনই দেশটিতে ইন্টারনেট যোগাযোগ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে দেশটির অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্য ও ডিজিটাল লেনদেন চরম স্থবিরতায় পড়েছে।

ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা ক্লাউডফ্লেয়ার ও নেটব্লকসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টার দিকে হঠাৎ করেই ইরানের ইন্টারনেট ট্রাফিক নাটকীয়ভাবে কমে আসে। ইন্টারনেট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এই ব্ল্যাকআউটের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি।

এদিকে টাইমের প্রতিবেদনে তেহরানের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সরকারবিরোধী আন্দোলন দমনে ২০০ জনের অধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। যার অধিকাংশই সরাসরি গুলিতে।

মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বৃহস্পতিবার রাতে রাজধানী তেহরানের মাত্র ছয়টি হাসপাতালেই কমপক্ষে ২১৭ জন বিক্ষোভকারীর মরদেহ আনা হয়েছে

সম্পর্কিত খবর :