লিবিয়ায় ৪ বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র বিক্রি করবে পাকিস্তান
লিবিয়ার পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী সামরিক বাহিনীর কাছে চার বিলিয়ন ডলারের বেশি মূল্যের যুদ্ধাস্ত্র বিক্রির চুক্তি করেছে পাকিস্তান। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তিও সই হয়েছে।
চুক্তির আওতায় লিবিয়ান জাতীয় সেনাবাহিনী (এলএনএ)-কে ১৬টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান, ১২টি সুপার মুশাক প্রশিক্ষণ বিমানসহ স্থল, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করবে পাকিস্তান। এসব সামরিক সরঞ্জাম আগামী আড়াই বছরের মধ্যে হস্তান্তরের কথা রয়েছে।
সম্প্রতি লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে অনুষ্ঠিত এক বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং এলএনএর উপ-সর্বাধিনায়ক সাদ্দাম খলিফা হাফতার–এর মধ্যে এই চুক্তি চূড়ান্ত হয়।
তবে ২০১১ সালের পর থেকে লিবিয়ার ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা বহাল থাকায়, এই সামরিক সরঞ্জাম সরবরাহ বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ ও আইনি বাধার মুখে পড়তে পারে বলে সংশ্লিষ্ট মহলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।