ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমির ঘেরা কারাগার তৈরির প্রস্তাব ইসরায়েলি মন্ত্রীর
ফিলিস্তিনি বন্দিদের রাখার জন্য ইসরায়েলের কারা বিভাগ কুমির দিয়ে ঘেরা একটি নতুন উচ্চনিরাপত্তার কারাগার নির্মাণের পরিকল্পনা বিবেচনা করছে। শনিবার দেশটির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কারা বিভাগের একটি মূল্যায়ন বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির।
প্রস্তাব অনুযায়ী, দখলকৃত গোলান মালভূমির হামাত গাদের এলাকায় কারাগারটি নির্মাণ করা হতে পারে। কারাগারের চারপাশে বন্দিদের পালানো ঠেকাতে বিশেষভাবে আনা কুমির রাখা হবে।
কুমিরগুলো রাখার জন্য আলাদা ঘেরা ও সুরক্ষিত বেষ্টনী নির্মাণের কথাও ভাবা হচ্ছে। কারাগারের নিরাপত্তা আরও কঠোর করতেই এই ব্যতিক্রমী ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল থার্টিনের তথ্যমতে, ফিলিস্তিনি বন্দিরা যেনো না পালাতে পারে তাই এমন কারাগার তৈরির প্রস্তাব দেন বেন গভির।
ফিলিস্তিনি এবং ইসরায়েলি মানবাধিকার প্রতিবেদন অনুসারে, ইসরায়েলে এখনো নারী শিশুসহ ৯ হাজার ৩০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন।