ভেনেজুয়েলার তেল বিক্রির পরিকল্পনা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে তিন থেকে পাঁচ কোটি ব্যারেল তেল হস্তান্তর করবে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে এসব তেল এতোদিন ভেনেজুয়েলার সংরক্ষণাগারে আটকে ছিল।
বিবিসি, আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।
ট্রাম্প বলেছেন, বর্তমান বাজার দরে এসব তেল বিক্রি করা হবে। আর তেল বিক্রির এই প্রক্রিয়া ট্রাম্প প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে।
তিনি জানান, এই পরিকল্পনা জ্বালানি সচিব ক্রিস রাইটকে “তাৎক্ষণিকভাবে” বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন এবং স্টোরেজ জাহাজের মাধ্যমে সরাসরি তেল আনা হবেমার্কিন বন্দরে।
ট্রাম্প আরও যুক্তি দিয়েছেন যে, এই তেল বিক্রি থেকে পাওয়া অর্থ ভেনেজুয়েলা ও মার্কিন জনগণের সুবিধার্থে ব্যবহার করা হবে।
এই ঘোষণাটি এসেছে এমন সময় যখন মার্কিন বাহিনীর হাতে আটক রয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।