Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

রেজা পাহলভিতে ভরসা পাচ্ছেন না ট্রাম্প

বাঁ দিক থেকে রেজা শাহ্‌ পালভি ও মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | সংগৃহীত
ইরানের স্বঘোষিত যুবরাজ রেজা শাহ্‌ পাহলভির ব্যাপারে তেমন একটা ভরসা করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, রেজা পাহলভি একজন চমৎকার মানুষ কিন্তু, ইরানের ক্ষমতা গ্রহণের জন্য শেষ পর্যন্ত তিনি সমর্থন যোগাতে পারবেন কিনা সে ব্যাপারে সন্দিহান তিনি।

বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্টের ওভাল অফিসে রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প পাহলভি সম্পর্কে বলেন, 'তিনি খুব ভালো দেখাচ্ছেন, কিন্তু আমি জানি না তিনি তার নিজের দেশে কীভাবে খেলবেন'।

রেজা পাহলভি ইরানের প্রয়াত শাহ মোহাম্মদ রেজা পাহলভির জ্যেষ্ঠ পুত্র এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ১৯৬০ সালে তেহরানে জন্ম নেয়া পাহলভিকে শৈশবেই ইরানের যুবরাজ ঘোষণা করা হয়েছিল। তবে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মধ্য দিয়ে তার রাজত্বের সম্ভাবনার অবসান ঘটে।

ট্রাম্প আরও বলেন, 'আমরা জানি না ইরানের জনগণ রেজা শাহ্‌র নেতৃত্ব মেনে নেবে কিনা, কিন্তু যদি তারা মেনে নেয় তবে আমাদের কোনো আপত্তি নেই'।

এর আগে গেল সপ্তাহে ইরানে বিক্ষোভ চলমান অবস্থায় গুঞ্জন রটে ট্রাম্প রেজা শাহ্‌ পাহলভির সঙ্গে দেখা করতে পারেন। এ ব্যাপারে তিনি এর সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, 'এটি এই মুহূর্তের জন্য উপযুক্ত না'।

সম্পর্কিত খবর :