হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক জানিয়েছে কমনওয়েলথ।
শনিবার (২০ ডিসেম্বর) সংস্থার মহাসচিব শির্লে বোচওয়ে এক বিবৃতিতে শোক প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
কমনওয়েলথের মহাসচিব বলেছেন, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমি বাংলাদেশের সাধারণ মানুষের শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ঢাকা ও দেশের অন্যান্য স্থানে সাম্প্রতিক সহিংসতার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’
তিনি বলেন, ‘আমি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং গণমাধ্যমকর্মীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্যকে স্বাগত জানাই, যেখানে সহিংসতায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সবাইকে সংযম, দায়িত্বশীলতা ও ঘৃণা বর্জনের আহ্বান জানানো হয়েছে। এই সংকটময় সময়ে শান্তি বজায় রাখা এবং সর্বোচ্চ ধৈর্য ও বিচক্ষণতা প্রদর্শনের এই আহ্বানে আমিও শামিল হচ্ছি।’
এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শনিবার (২০ ডিসেম্বর) মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বিষয়টি জানান।
তিনি বলেন, ‘এ হত্যার ঘটনায় নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বানের পাশাপাশি ফেব্রুয়ারির নির্বাচনের আগে শান্তি ও সংযম বজায় রাখারও আহ্বান জানিয়েছেন গুতেরেস।’
অপরদিকে, হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একইসঙ্গে গণমাধ্যম ও ছায়ানটে হামলার নিন্দাও জানিয়েছে সংস্থাটি।