চরম চাপে ভারত
রাশিয়ার তেলের ওপর ৫০০ শতাংশ শুল্ক অনুমোদন ট্রাম্পের
রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ‘৫০০ শতাংশ শুল্ক’ আরোপের বিধান রেখে একটি বিল অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, ভারত নেতৃত্বাধীন আন্তর্জাতিক সৌর জোট (আইএসএ) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এসব পদক্ষেপের কারণে জ্বালানি ইস্যুতে ভারত দ্বিমুখী চাপে পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য হিন্দু।
প্রতিবেদনে বলা হয়, ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের যোগদানের আগে এই সিদ্ধান্ত নিলো যুক্তরাষ্ট্র।
গত সেপ্টেম্বরে এই কূটনীতিক বলেছিলেন, ভারতের রুশ তেল আমদানি বন্ধের বিষয়টি নিশ্চিত করাই হবে তার প্রধান অগ্রাধিকার।
দ্য হিন্দু বলছে, আগামী ১২ জানুয়ারি দিল্লিতে রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবে দায়িত্ব শুরু করবেন সার্জিও গোর।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ ভারতের এনার্জি নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতি উভয়ের উপরই চাপ সৃষ্টি করতে পারে।
হঠাৎ করে‘৫০০ শতাংশ শুল্ক’আরোপেরলক্ষ্য হচ্ছে, রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের জন্য অর্থসংস্থান বন্ধ করা।
রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম জানিয়েছেন, তিনি বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন, যেখানে প্রেসিডেন্ট বিলটির প্রতি সমর্থন জানান।
এদিকে প্যারিসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোসলোভ সিকোরস্কি রাশিয়া থেকে ভারতের তেল আমদানি কমে আসায় সন্তোষ প্রকাশ করেছেন।