মিসরের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় গ্যাস চুক্তির ঘোষণা ইসরায়েলের
প্রতিবেশী দেশ মিশরের সঙ্গে ৩৫ বিলিয়ন ডলারের প্রাকৃতিক গ্যাস রপ্তানি চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ইসরায়েল। যা ইসরায়েলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় জ্বালানি চুক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বুধবার সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু মিসরের সঙ্গে ৩৫ বিলিয়ন ডলারের এ গ্যাস চুক্তির ঘোষণা দেন। একই সময়ে যুক্তরাষ্ট্র দুই দেশের নেতাদের মধ্যে একটি শীর্ষ বৈঠকের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছে সিএনএন।
টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু এই চুক্তিকে “ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় গ্যাস চুক্তি” বলে অভিহিত করেন। তিনি জানান, চুক্তিটির মূল্য ১১২ বিলিয়ন শেকেল, যা প্রায় ৩৪ দশমিক ৬ বিলিয়ন ডলারের সমান।
এই চুক্তিতে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি শেভরন।
নেতানিয়াহু বলেন, ‘এই চুক্তি ইসরায়েলকে একটি আঞ্চলিক জ্বালানি শক্তি হিসেবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে এবং আমাদের অঞ্চলের স্থিতিশীলতায় অবদান রাখবে। পাশাপাশি এটি ইসরায়েলের অর্থনৈতিক জলসীমায় গ্যাস অনুসন্ধানে অন্যান্য কোম্পানিকে বিনিয়োগে উৎসাহিত করবে।’
বিষয়টি সম্পর্কে অবগত একটি ইসরায়েলি সূত্রের মতে, ইসরায়েল কয়েক মাস ধরে চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন বিলম্বিত করে আসছিল। শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের চাপে তা প্রত্যাহার করে নেয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আঞ্চলিক শান্তি চুক্তি এবং আব্রাহাম চুক্তির সম্প্রসারণের লক্ষ্যে নেতানিয়াহু এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির মধ্যে একটি শীর্ষ সম্মেলন আয়োজনের চেষ্টা করছেন।