নারায়ণগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
নারায়ণগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা দেলপাড়া এলাকায় গণভোটের পক্ষে এই প্রচারণা চালান তিনি।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিন। এ দিন গণসংযোগের আগে দেলপাড়া এলাকায় জুলাই আন্দোলনে শহিদ আদিলের বাবার সঙ্গে সাক্ষাৎ করেন হাসনাত আব্দুল্লাহ।
এদিকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লালকার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, ‘রিকনসিলিয়েশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আওয়ামী লীগের তরফ থেকে কোনো 'সরি' বলতে শুনেছেন? শহীদের রক্ত নিয়ে ওনারা মস্করা করেন। তাদের মধ্যে কোনো ধরনের অনুতপ্ত হওয়ার লক্ষণ আমরা দেখি না। কে তাদের বাংলাদেশের সোসাইটিতে জায়গা দেবে? খুনিদের কেউ জায়গা দেয়? খুনিদের জায়গা জেলখানায়।’