Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

কুষ্টিয়ায় বাড়ির উঠানে পড়ে ছিল রাজমিস্ত্রির লাশ

ছবি: প্রতীকী
কুষ্টিয়ার মিরপুরে রানা আহমেদ (৩৫) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত রানা আহমেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল্লাহ মালিথার ছেলে। তিনি মালিহাদ জোয়ার্দ্দার পাড়া গ্রামের আসান আলীর বাড়িতে ঘর জামাই থাকতেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মালিহাদ ইউনিয়নের মালিহাদ জোয়ার্দ্দার পাড়া গ্রামে একটি বাড়ির উঠান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, রানা শ্বশুর বাড়িতে থাকতেন। তার বাড়ি আলমডাঙ্গার কেশবপুর গ্রামে। মঙ্গলবার রাতে একটি বাড়ির উঠানে রাজমিস্ত্রি রানার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মরদেহের বাম চোখে রক্ত আছে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

সম্পর্কিত খবর :