Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

কুমিল্লায় বালুবাহী ট্রাক্টর উল্টে খালে, চালক নিহত

ছবি: স্টার নিউজ
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ট্রাক্টর উল্টে চাপা পড়ে চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম আবুল হোসেন। তিনি একই উপজেলার পোনড়া গ্রামের বাসিন্দা।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় যুবক মেহেদী হাসান ও কাজী শাকিল জানান, ট্রাক্টরটি বালুবাহী ছিল। দিক পরিবর্তন করার সময় এটি খালে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাক্টরে থাকা একজন নামতে পারলেও চালক ট্রাক্টরের নিচে চাপা পড়ে যান। পরে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে সন্ধ্যা সাড়ে ৭টায় চালকের লাশ উদ্ধার করে।

মুরাদনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আমজাদ হোসাইন বলেন, দিক পরিবর্তন করতে গিয়ে ট্রাক্টরটি খালে পড়ে যায়। আমরা খবর পেয়ে গিয়ে লাশ উদ্ধার করেছি। ঘটনাস্থলে পুলিশ ছিল। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতে স্বজনরা লাশটি নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে ৭টায় লাশটি উদ্ধার করে। উদ্ধারের পর স্বজনরা লাশ নিয়ে যান।

সম্পর্কিত খবর :