নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকল বাজারে, নিহত ৪
রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাক বাজারের ভেতরে ঢুকে উল্টে যায়। এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরো কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ২ কিলোমিটার। বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। পুঠিয়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজ করছে। এ ঘটনায় ৪ জন নিহত ও কয়েকজন আহত হয়েছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।