Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

জাল ছাড়াই ধরা পড়লো ২৩ কেজি ওজনের কোরাল মাছ

সংগৃহীত
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে জালবিহীন ধরা পড়েছে এক বিশাল আকৃতির কোরাল মাছ। ওজনে ২৩ কেজি হওয়া এ মাছটি স্থানীয় বাজারে নিলামের মাধ্যমে ১৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ৩ টার দিকে বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজার সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আনোয়ার হোসেন (২৮) নামের এক জেলে নদীতে জাল ফেলে উপরে উঠে আসার সময় নদীর কিনারে দেখেন সাদা রঙের কিছু একটা ভেসে আছে। কৌতূহল-বশত কাছে যেতেই বিশাল আকৃতির একটি কোরাল মাছ দেখতে পান তিনি । তখন মাছটি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান আনোয়ার হোসেন। পরে সঙ্গে থাকা মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন। এরপর কোরাল মাছটি তার বড় ভাই সিরাজের সহযোগিতায় স্থানীয় বাজারে নিয়ে এলে তা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে এবং মাছটি কেজি প্রতি ৭৫০ টাকায় কিনে নেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী।
জেলে আনোয়ার বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া। অভাবের সময় বিনা জালে নদীতে ভাসতে থাকা এই বিশাল কোরাল মাছ পেয়েছি। এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক।
জেলের বড় ভাই সিরাজ বলেন, এতো বড় মাছ পেয়ে আমি খুবই আনন্দিত। দুই ভাই মিলে কোরাল মাছটি কাঁধে বহন করে বাজারে নিয়ে এলে স্থানীয় মানুষ ভিড় করে মাছটি দেখতে।
স্থানীয় জেলে মোঃ আনোয়ার হোসেন বুড়িরচর ইউনিয়নের বড়দেইল ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আব্দুল গনির ছোট সন্তান।

সম্পর্কিত খবর :