Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

মুকসুদপুরে পাটের গুদামে আগুন, পুড়ে গেছে ২৬০০ মণ পাট

গোপালগঞ্জের মুকসুদপুরে পাটের গুদামে ভয়াবহ আগুন | স্টার নিউজ
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২,৬০০ মণ পাট পুড়ে গেছে, যার আর্থিক মূল্য আনুমানিক দেড় কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (১০ জানুয়ারি) রাত আড়াইটার দিকে সরকারি টিএন্ডটি অফিসের সামনে সুনিল সাহার পাট গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নির্মল সাহা ও ইকরাম মিয়ার পাটের দোকান ক্ষতিগ্রস্ত হয়।

দোকান মালিকদের মতে, প্রাথমিকভাবে দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং কাশিয়ানি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো আগুন লাগার কারণ জানা যায়নি, তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা স্টার নিউজকে জানান, প্রতিদিনের মতো তিনি পাটগুদামের কাজ শেষ করে রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন। কী কারণে আগুন লেগেছে তা তিনি বলতে পারছেন না।

তিনি জানান, তার গোডাউনে থাকা ২,৬০০ মণ পাট পুড়ে গেছে এবং এ ঘটনায় তিনি পুরোপুরি সর্বস্বান্ত হয়ে গিয়েছেন।

সম্পর্কিত খবর :