Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

১৭০ টাকা হারানোর জেরে ভাতিজীকে পিটিয়ে হত্যা

সংগৃহীত
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ১৭০ টাকা হারানোর জেরে ভাতিজী লামিয়া আক্তার (১৪) কে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ চাচা জাকির হোসেন খানের বিরুদ্ধে।

মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লামিয়া আক্তার অভিযুক্তের সৎ বড় ভাই ফারুক খানের মেয়ে এবং উত্তর চরাইল হাসেমিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। ।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জের ধরে পকেট থেকে ১৭০ টাকা খোয়া যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে লামিয়ার মা লিলি বেগমকে মারধর শুরু করেনঅভিযুক্ত চাচা জাকির। বিষয়টি দেখতে পেয়ে লামিয়া মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও শাবল দিয়ে এলোপাথারি পেটায়। এতে মা-মেয়ে দুজনেই গুরুতর আহত হয়ে পরলে স্বজনরা তাদেরকে বরিশাল শের-ই-বাংলামেডিকেল কলেজ হাসপাতালে
(শেবাচিম) পাঠায়। সেখানে রাতেই চিকিৎসকরা লামিয়াকে মৃত ঘোষণা করেন। মা লিলি বেগম বর্তমানে শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ঘটনার পরেই এলাকাবাসী অভিযুক্ত জাকির হোসেন খানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের মোহাম্মদ রায়হান জানান, এ ঘটনায় অভিযুক্ত জাকির কে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর :