Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

সাজেকে পর্যটকের ঢল

কোলাজ
দেশের বিনোদনের অন্যতম জনপ্রিয় স্পট রাঙ্গামাটির সাজেক এখন পর্যটকদের দখলে। ছুটির দিনে প্রতিদিন গড়ে প্রায় তিন হাজার পর্যটক ভ্রমণ করছে মেঘ-পাহাড়ের সাজেক ভ্যালিতে। বিপুল পর্যটকের উপস্থিতিতে খুশি ব্যবসায়ীরাও।
অনেকেই রুম বুকিং না দিয়ে সাজেকে চলে যাওয়ায় রাতে থাকার রুম পায়নি। তাদেরকের বিভিন্ন ক্লাব, বাসাবাড়িতে থাকার ব্যবস্থা করা হয়।
কটেজ মালিক সমিতি অব সাজেকের তথ্যমতে, সাজেকে ১৪০টি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। রেস্তোরাঁ আছে ১৪টির বেশি। সবগুলোতেই পর্যটকদের ভিড়।
কটেজ মালিক সমিতি অব সাজেকের সহ সভাপতি চাই থোয়াই অং চৌধুরী জয় বলেন, বড়দিনের ছুটি এবং সাপ্তাহিক ছুটি একসঙ্গে হওয়ায় সাজেকে পর্যটকের ঢল নেমেছে। প্রায় সব হোটেল-মোটেলই শতভাগ বুকিং রয়েছে।
সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, শুক্রবার রাতে অনেকেই রুম পায়নি। তাদেরকে বিভিন্ন ক্লাব, বাসাবাড়িসহ বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছে। এই সংখ্যাটা অন্তত ১২০-১৫০ জন হবে। কাউকে রাস্তায় রাত কাটাতে হয়নি।
তিনি আরও জানান, এই বছরের শেষদিন পর্যন্ত সাজেকের সব হোটেল, রিসোর্টের প্রায় শতভাগ রুমই অগ্রিম বুকিং রয়েছে।
টুরিস্ট পুলিশ রাঙামাটি জোনের ইনচার্জ তারিকুল আলম জুয়েল স্টার নিউজকে বলেন, টানা ছুটিতে অনেক পর্যটক এসেছে। পর্যটকরা যাতে অনাকাঙ্ক্ষিত কোনও সমস্যার মধ্যে না পড়েন সেজন্য আমরা সজাগ রয়েছি।

সম্পর্কিত খবর :