Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

চট্টগ্রামে হাতকড়াসহ পালালেন আ. লীগ নেতা

বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক চৌধুরী | ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বাঁশখালীতে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক চৌধুরী। তিনি খানখানাবাদ ইউনিয়ন পরিষদের দুইবার চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কদমরসূল বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জিয়াউল হক বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি খানখানাবাদ ইউনিয়নের জোড়া খুনের মামলার এজাহারভুক্ত আসামি।

সোমবার সন্ধ্যায় বটতলী বাজারের একটি চা-দোকানে বসা অবস্থায় পুলিশ ঘেরাও করে জিয়াউল হক চৌধুরীকে গ্রেপ্তার করে। তাকে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলার সময় তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এ সময় জিয়াউল হককে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায় তারা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকায় অভিযান শুরু করে।

বাঁশখালী থানার ওসি মো.খালেদ সাইফুল্লাহ বলেন, বিভিন্ন মামলার পলাতক আসামি জিয়াউল হক চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে নিয়ে আসার পথে তার অনুসারীরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। তাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর :