নেত্রকোণায় হাওর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার একটি হাওর থেকে রিপন মিয়া (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার বিদ্যাবল্লভ হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, রিপন মিয়া উপজেলার কালেঙ্গা গ্রামের বাসিন্দা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোর চক্র সেচ পাম্পের জন্য স্থাপিত সানো ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তাকে হত্যা করে।
প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের বরাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিদ্যাবল্লভ গ্রামের হাওরের বিএডিসি সেচ পাম্প এলাকা থেকে গলাকাটা ও কিছুটা দগ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। রিপনের দুই হাত দগ্ধসহ গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও ছিল।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, লাশ ময়না তদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।