রাজবাড়ীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
রাজবাড়ীর পাংশায় ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান মুরাদ বলেন, ‘মিরাজ ও সজীব মোটরসাইকেলে করেআজিজ সরদারবাসস্ট্যান্ড এলাকা থেকে ফিরছিল। সে সময় তাদের পেছনে থাকা রাজবাড়ীগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফায়ারসার্ভিসের কর্মীরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার ওসি মাসুদুর রহমান মুরাদ আরও বলেন, ‘ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। চালক ও ট্রাকটি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’