Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ফেনী-১ আসন

খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া | ছবি: সংগৃহীত
আসন্ন ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের নেতৃত্বে এ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

‎যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র জমাকারী ১০ জন প্রার্থীর মধ্যে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করা হয়।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মোহাম্মদ নাজমুল আলম আয়কর কপি দাখিল না করায়, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ভূমি উন্নয়ন কর না দেয়ায় এবং স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়ার ১ শতাংশ স্বাক্ষর কম থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন, খালেদা জিয়ার বিকল্প ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এস এম কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী কাজী গোলাম কিবরিয়া, বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী মাহবুব মোর্শেদ মজুমদার, বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রার্থী আনোয়ার উল্লাহ ভূঞা ও জাতীয় পার্টির প্রার্থী মোতায়ের হোসেন চৌধুরী।

ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফেনী-১ আসনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে একজনের স্থগিত, তিনজনের বাতিল এবং ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সম্পর্কিত খবর :