Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

নেত্রকোণা-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

অধ্যাপক মাসুম মোস্তাফা | ছবি: স্টার নিউজ
মামলা সংক্রান্ত জটিলতার কারণে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তাফার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান।

রবিবার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্র দাখিলের সময় অধ্যাপক মাসুম মোস্তাফা একটি মামলার রায়ের বিষয়ে ভুল তথ্য দিয়েছেন। নির্বাচন আইন অনুযায়ী, মনোনয়নপত্রে দেওয়া কোনো তথ্য ভুল বা বিভ্রান্তিকর হলে সেটি অবৈধ হিসেবে গণ্য হয়। এ কারণেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, তবে নির্বাচন আইন অনুযায়ী এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। ফলে আপাতত অধ্যাপক মাসুম মোস্তাফার মনোনয়নপত্র অবৈধ হিসেবে বিবেচিত হলেও পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি চ্যালেঞ্জ করা যেতে পারে।

এ বিষয়ে অধ্যাপক মাসুম মোস্তাফা স্টার নিউজকে বলেন, ‘একটি ক্ষুদ্র তথ্যগত ভুলের কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে এই ভুলটি ইচ্ছাকৃত নয়। আগামীকাল থেকেই মনোনয়নের বৈধতা ফিরে পাওয়ার জন্য আপিল প্রক্রিয়া শুরু করবো। আশা করি ইনশাআল্লাহ আমার মনোনয়ন বৈধতা ফিরে পাব।’

সম্পর্কিত খবর :