Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেল চালকসহ নিহত ২

যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল | স্টার নিউজ
ঢাকা–মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেলের চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মতিউর রহমান (৫০) ও সোহেল রানা (৫০)। উভয়ের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একজন ঘটনাস্থলেই নিহত হন। মতিউর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এএম জাহিদ হাসান জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম মাহমুদুল হক জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সম্পর্কিত খবর :