১৪ ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা, বিজিবির প্রতিবাদে ফিরিয়ে নিলো বিএসএফ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানালে বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্য লাইন থেকে ১৪ জন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত নিয়ে যায়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতেলেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ-এর বাউশমারী ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ১৫৭/১-এস থেকে ৬০ গজ দূরবর্তী মদনের ঘাট (জিআর-৬৮৬৬৪৮) নামক স্থান দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা করে। পুশ-ইন করা ভারতীয় নাগরিকরা একই এলাকার বাসিন্দা।এরমধ্যে ৬ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু।
তাদের মধ্যে শেখ জব্বার (৭০), তার চার ছেলে— শেখ হাকিম (৪৫), শেখ ওকিল (৪০), শেখ রাজা (৩০) শেখ বান্টি (২৮) এবং তাদের স্ত্রী-সন্তানরা ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— শেখ জব্বারের স্ত্রী আলকনি বিবি (৬০), শেখ হোসেনের স্ত্রী গুলশান বিবি (৯০), শাকিলা খাতুন (১১), নাছরিন আক্তার (১২), শেখ তাওহিদ (১১) এবং আড়াই বছর বয়সী শেখ রহিতসহ কয়েকজন শিশু।
রামকৃষ্ণপুর বিওপির টহল দল তৎপরতা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বিএসএফ পুশইন করতে ব্যর্থ হয়। পরবর্তীতে বিএসএফ ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা অব্যাহত রাখে এবং সীমান্ত শূন্য লাইন থেকে ভারতের অভ্যন্তরে অবস্থান করে। বিষয়টি বুঝতে পেরে বিজিবি টহল দল সীমান্ত শূন্য রেখা বরাবর টহল তৎপরতা বৃদ্ধি করে।
বিজিবি অধিনায়ক আরও জানান, পরবর্তীতে নিউ উদয়া বিএসএফ ক্যাম্পের আহ্বানে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রায়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৪/৭-এস হতে আনুমানিক ১০ গজ ভারতের অভ্যন্তরে চাইডোবা নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নিউ উদয়া ক্যাম্পের পক্ষে নেতৃত্ব দেন এসি অনিল কুমারসহ ৬ জন এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার মো. আসাদুজ্জামানসহ ৬ জন। পতাকা বৈঠকে বিজিবির প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বিএসএফ সীমান্ত শূন্য লাইন থেকে ১৪ জন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত নিয়ে যায়।