মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের মহেশখালীর দুই ইউনিট ও চকরিয়ার দুই ইউনিট।
সোমবার (১২ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম।
জানা যায়, রাত পৌনে ৯টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন প্লান্টের পাশেই আগুনের সূত্রপাত হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ইউএনও ইমরান মাহমুদ ডালিম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। মূল উৎপাদন প্লান্টে আগুন লাগেনি। পাশেই লেগেছে। নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে।’
মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীল এক কর্মকর্তা স্টার নিউজকে জানান, ‘রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস পৌছেছে। তারা নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রেখেছে। আগুন এখনও উৎপাদন প্লান্টের বাইরে রয়েছে।’