Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

সুন্দরবনে ১২ মন কাঁকড়াসহ পাঁচ ব্যবসায়ী আটক

ফাইল ছবি | সংগৃহীত
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবন থেকে আহরিত ১২ মন ২৫ কেজি কাঁকড়াসহ পাঁচ ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সুন্দরবন-সংলগ্ন কালাবগি এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

জব্দ করা কাঁকড়া ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরেস্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে কালাবগি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৯০ কেজি কাঁকড়া জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৩৯ হাজার টাকা। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া আহরণের অপরাধে ৫ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- তরুণ সরকার, মনজুর ঢালী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মাসুম বিল্লাহ, মোহাম্মদ আজাদ সানা। তারা সবাই খুলনা জেলার দাকোপ উপজেলার কালাবগি এলাকার বাসিন্দা।

কাঁকড়ার প্রজনন মৌসুম হওয়ায় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২ মাস সুন্দরবনে থেকে কাঁকড়া শিকার এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

সম্পর্কিত খবর :