আরাকান আর্মির গুলিতে বাংলাদেশের অভ্যন্তরে শিশু নিহত, সড়ক অবরোধ
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে বাংলাদেশের অভ্যন্তরে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছীব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, রাখাইন সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এবং দেশটির সেনাবাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষের খবর পেয়েছে তারা।
সকাল থেকে মিয়ানমারের কুমিরখালীতে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এতে পালিয়ে যেতে এলোপাতাড়ি গুলি চালায় আরাকান আর্মি। পরে রোহিঙ্গা বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বাংলাদেশে শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ৬৪ বিজিবির অধিনায়ক জসিম উদ্দিন চৌধুরী।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, ‘গত তিনদিন ধরে সীমান্তে দিনে-রাতে গোলাগুলি ও বোমার বিস্ফোরণ চলছে। ছোড়া গুলি এপারে এসে পড়ছে, মানুষের চিংড়ি ঘের ও চাষের জমিতে ক্ষতি হচ্ছে।’
ঘটনার পরপরই ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয়রা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তারা সীমান্তে নিরাপত্তা জোরদারসহ বিজিবির কাছে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গুলিতে এক শিশু নিহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।’