Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: শামা ওবায়েদ

শামা ওবায়েদ | স্টার নিউজ
বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের নারীদের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন, বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

বুধবার (১৪ জানুয়ারি) নগরকান্দা উপজেলায় তার নিজ নির্বাচনী এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, 'এখন সময় আসছে আমরা যাকে খুশি তাকে ভোট দেওয়ার। কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করা যাবে না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতেই বিএনপি রাজপথে আন্দোলন করছে'।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রইসউদ্দিন চৌকদারের সভাপতিত্বে এবং জহির উদ্দিন চৌকদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সম্পর্কিত খবর :