Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

রৌমারী সীমান্তে বিএসএফের গুলি, যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ফাইল ছবি/সংগৃহীত
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলি বর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভি‌যোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

রোববার (১১ জানুয়ারি) মধ্যরাতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকা রৌমারি সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে এ ঘটনা ঘটে।

ধরে নিয়ে যাওয়া যুবক মিস্টার আলী ঐ ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি ও স্থানীয় সূত্র জানা যায়, রোববার মধ্য রাতে উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকা খাটিয়ামারীতে ২০-২৫ জনের একটি চোরাকারবারি চক্র নোম্যান্সল্যান্ড পার হয়ে ভারত সীমান্তে কাঁটাতারের ওপর দিকে ভারতীয় গরু, জিরা, মাদক, কাপড় পার করছিলেন। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে এবং পরবর্তী মিস্টার আলী নামের এক যুবককে ধরে নিয়ে যায়। তবে তিনি ওই চোরাকারবারি দলের সদস্য ছিলেন কি-না এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুজ্জামান স্টার নিউজকে বলেন, ‘বিষয়টি জানা জানা নাই। খোঁজ নিয়ে জানানো হবে।’

সম্পর্কিত খবর :