পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে সাফিয়াতুল উম্মাহ ক্যাডেট মডেল মাদ্রাসার থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে সফিপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত শিশু শিক্ষার্থীর নাম আলিফ ইসলাম (১১)। সে কালিয়াকৈর উপজেলার মৌচাক রতনপুর কৌছাকুড়ি গ্রামের শহিদুল সাদানের ছেলে। আলিফ তৃতীয় শ্রেণির শিক্ষর্থী ছিল।
মাদ্রাসা ও পুলিশ সূত্র জানা গেছে , ওই শিক্ষার্থী ভর্তির পর থেকেই কয়েকবার পালাতে চেষ্টা করে ব্যর্থ হয়। ওই শিক্ষার্থীর মা আমেনা বেগম উমান প্রবাসী। মঙ্গলবার রাতেও শিশুটি বাড়িতে যেতে চাইলে মাদ্রাসা কতৃপক্ষ ইমোর মাধ্যমে শিক্ষার্থীর মায়ের সঙ্গে কথা বলায়।
এদিকে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ওই শিক্ষার্থী সাততলা ভবনের ছাদ থেকে পাইপ দিয়ে নেমে পালাতে গিয়ে পড়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ফজিলাতুনন্নেছা হাসাপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।