Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির আহ্বায়কসহ গ্রেপ্তার ২

পুলিশের হাতে গ্রেপ্তার ২ এনসিপি নেতা | স্টার নিউজ
দিনাজপুর বোচাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে উপজেলা এনসিপির আহ্বায়কসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় রাতেই ভুক্তভোগী সন্তোষ কুমার রায় (৪০) বোচাগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেন। ওই এজাহারে আরও ৭-৮ জনকে অভিযুক্তের কথা জানানো হয়েছে।

আটককৃতরা হলেন- সেতাবগঞ্জ পৌরসভা এলাকার ধনতলা কলেজ মোড় এলাকার শমসের আলীর ছেলে ও বোচাগঞ্জ উপজেলা এনসিপি আহবায়ক এম. এ. তাফসীর হাসান (৩৩) এবং একই এলাকার আব্দুল কাদিরের ছেলে এনসিপির সক্রিয় সদস্য মনজুরুল আলম (৩৬)।

রোববার (৪ জানুয়ারি) তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ ।‌ এর আগে শনিবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন গ্রেপ্তার ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নের বারেয়া এলাকায় সন্তোষ কুমার রায়ের বসতবাড়িতে গিয়ে তার ভাই পরিমলকে খোঁজাখুঁজি করে। এসময় তারা বাড়ির ভেতরের জিনিসপত্র ওলট পালট করে। এগিয়ে আসলে তারা সন্তোষ কুমার রায়কে মারধর করে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জড়ো হয়ে এনসিপির নেতা মনজুরুল আলমকে (৩৬) জনতা আটক করে। এসময় অন্যরা কৌশলে পালিয়ে যায়। পরে আটক মনজুরুল আলমকে উদ্ধার করার জন্য এনসিপি নেতা এমএ তাফসীর ঘটনাস্থলে গেলে তাকেও আটক করে রাখে স্থানীয়রা।

বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ অভিযানে অভিযুক্তদের কাছ থেকে একটি লোহার পাইপ, একটি স্টিলের লাঠি (স্পিন্ডল ব্যাটন), কালো রঙের এক জোড়া বুট জুতা, সেনাবাহিনীর পোশাকের সাদৃশ একটি ফুল প্যান্ট, একটি কালো রঙের মিনি ক্যামেরা (মেমোরি কার্ডসহ), একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, এর আগেও ওই এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছিল। এ জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার কথাও জানিয়েছে পুলিশ।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির দিনাজপুরের আহ্বায়ক শামসুল মুক্তাদির জানান, তিনি এই বিষয়ে জেনেছেন। সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর :