পরিচিতরাই গুলি করেছে এনসিপি নেতা মোতালেবকে, ধারণা পুলিশের
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতালেব শিকদারকে তার পরিচিতরাই গুলি করেছে বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজে গুলিবিদ্ধ হন মোতালেব।
পুলিশ জানিয়েছে, গুলি তার মাথার চামড়া স্পর্শ করে চলে গেছে। এতে রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে যান। এখন তিনি শংকামুক্ত।
মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সেটা নিয়ে কাজ করছিলেন তিনি।
খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, কেন তাকে গুলি করা হয়েছে, কারা জড়িত, তদন্ত করে দেখা হচ্ছে।
নগরীর সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেন, গুলির ঘটনার পর এক নারী পলাতক রয়েছেন। মোতালেব শিকদারের গাড়িটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। নিজেদের মধ্যে বিরোধে তার পরিচিত ব্যক্তিরাই তাকে গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে।