মহেশখালীতে কোস্টগার্ডের হাতে আটক ১ ডাকাত, উদ্ধার ৯ জেলে
কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে এক ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। এসময় উদ্ধার করা হয় ডাকাতির কবলে পড়া ৯ জেলেকে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, 'গতকাল সোমবার বিকাল ৪টায় কক্সবাজারের মহেশখালী থানাধীন বড়দিয়া সংলগ্ন প্যারাবনের চ্যানেলে “এফ বি আল্লাহর দান” নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরবর্তীতে জরুরি সেবা নম্বর ১৬১১১ এর মাধ্যমে বিষয়টি সম্পর্কে কোস্টগার্ড অবগত হয়'।
এরপর কোস্টগার্ড স্টেশন ওই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতের কবলে পড়া ৯ জেলেকে জীবিত উদ্ধার করা হয় এবং ১ জন ডাকাতকে আটক করা হয়।
আটক হওয়া ডাকাত ও ডাকাতির কাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, 'বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে'।